বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি হইতে অষ্টম শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রহিয়াছে । উক্ত শিক্ষার জন্য অভিভাবক - অভিভাবিকা দিগকে মাসিক অতিরিক্ত শুল্ক ( বিদ্যাপীঠ নির্ধারিত ) দিতে হইবে ।
Library
বিদ্যাপীঠে “ বিবেকানন্দ পাঠাগার ’ রয়েছে । শিক্ষার্থীরা বহুমুখী শিক্ষা বিকাশের জন্য পাঠাগার থেকে বিভিন্ন ধরণের পুস্তক - পুস্তিকা সংগ্রহ করিতে পারিবে ।
Play Ground
ছাত্র - ছাত্রীদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য শরীর চর্চা , যােগাসন ও প্রাণায়াম - এর প্রশিক্ষন দেওয়া হয় ।
Cultural Programs
বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি ছাত্র ছাত্রীদের মানসিক , আধ্যাত্মিক ও নৈতিক দায়িত্ববােধের উন্মেষ ঘটানাের জন্য ভারতীয় সংস্কৃতির ( Indian Culture ) এর Class নেওয়া হয় ।
Smart Education
বিদ্যাপীঠের ছাত্র - ছাত্রীদের অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যাহাতে সহজ সুলভ ভাবে শিক্ষা গ্রহন করিতে পারে তাহার জন্য Internet এর মাধ্যমে Smart Education - এর ব্যবস্থা আছে ।