স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ , স্বপ্ন সেটা যেটা তােমাকে ঘুমাতে দেয় না ।
- ডাঃ এ পি জে আবদুল কালাম
মানুষের গুন্ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ দিয়ে নয় |
- রবীন্দ্রনাথ ঠাকুর
ভগবানের কাছে প্রার্থনা কর ।তিনি দয়াময় ।তিনি কি তার ভরে থাক শুনবেন না ?“ তিনি কল্পতরু তার কাছে যা চাইবে , তাই পাবে ।
- স্বামী বিবেকানন্দ
ভগবানের কাছে প্রার্থনা করো | তিনি দয়াময় | তিনি কি তার ভক্তের প্রার্থনা শুনবেন না ? তিনি কল্পতরু তাঁর কাছে যা চাইবে, তাই পাইবে |
- শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো |
- নেতাজি সুভাষচন্দ্র বসু
আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান |
- কাজী নজরুল ইসলাম
আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে |
- মা সারদা
প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক |
- আব্রাহাম লিঙ্কন
মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে |
- গৌতম বুদ্ধ
শিক্ষার অথ বাইরের আন ও শক্তি আহরণ করা নয় , নিজের ভিতরের শক্তিকে সম্যক বিকশিত করে তুলবার সাধনা ।
- ভগিনী নিবেদিতা
“Education is the manifestation of perfection already existing in man.”
- Swami Vivekananda
ভাঙতে সবাই পারে , গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে ভাল করতে পারে কজনে ?
- মা সারদা