PANCHAKOTE RAJ BHAGINI NIVEDITA VIDYAPITH

Managed by: KASHIPUR MAA SARADA MISSION

Affiliated to : Ramakrishna Vivekananda Bhaba Prachar Parisad (Burdwan - Bankura - Purulia)

Advised by : BELUR MATH, HOWRAH

ESTD: 28th January, 2000

Prayer & Song

Prayer Song

-: প্রতিদিন বিদ্যাপীঠ ছুটির সময় :-


-: জয় ধ্বনি :-

জয় গুরু মহারাজজী কী জয়
জয় মহা মাঈ কী জয়
জয় স্বামীজী মহারাজজী কী জয় |
জয় গঙ্গা মাঈ কী জয় |
জয় মা কল্যানেশ্বরী কী জয় |
জয় মা ভুবনেশ্বরী কী জয়
জয় মা অন্নপূর্ণা মাঈ কী জয় |

Download mp3 Download PDF

-: বিদ্যালয়ের প্রারম্ভিক প্রার্থনা :-


-: বৈদিক প্রার্থনা :-

ওঁ অসতাে মা সদ্গময় । তমসাে মা জ্যোতির্ময়
মৃর্তমাং অমৃতং গময় । আবিরবীর্য এধিঃ
ও সহ নাববড় সহ নৌ ভক্ত সহ বীর্যং করৰাবহৈ ।
তেজস্বী নাবষীমন্ত মা বিদ্বিষাবহৈ
। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।

Download mp3 Download PDF

-: জাতীয় সংগীত :-

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

Download mp3 Download PDF