জয় গুরু মহারাজজী কী জয়
জয় মহা মাঈ কী জয়
জয় স্বামীজী মহারাজজী কী জয় |
জয় গঙ্গা মাঈ কী জয় |
জয় মা কল্যানেশ্বরী কী জয় |
জয় মা ভুবনেশ্বরী কী জয়
জয় মা অন্নপূর্ণা মাঈ কী জয় |
ওঁ অসতাে মা সদ্গময় । তমসাে মা জ্যোতির্ময়
মৃর্তমাং অমৃতং গময় । আবিরবীর্য এধিঃ
ও সহ নাববড় সহ নৌ ভক্ত সহ বীর্যং করৰাবহৈ ।
তেজস্বী নাবষীমন্ত মা বিদ্বিষাবহৈ
। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।