রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের সহ অধক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজের কৃপাধন্য স্বামী সিদ্ধানন্দ মহারাজের ঐকান্তিক প্রচেষ্টার ও কাশীপুর রাজপরিবারের মহামান্য রাজকুমারী মাহেশ্বরী দেবী ও স্থানীয় কিছু শুভাকাঙ্খী, শিক্ষানুরাগী ব্যাক্তিদের সহযোগিতায় ২৮ শে জানুয়ারী ২০০০, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা (রিষড়া) শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মাননীয় অধ্যক্ষ পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী সমানন্দজী মহারাজ পঞ্চকোট রাজ্ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন | ইহা একটি সম্পূর্ণ স্বয়ং শাসিত বিদ্যালয় |আশ্রমিক পরিমণ্ডলের মধ্যে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মনুষত্বের বিকাশ সাধন ইহার মূল লক্ষ্য |আশ্রমিক পরিমণ্ডলের মধ্যে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মনুষত্বের বিকাশ সাধন ইহার মূল লক্ষ্য | শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনালোকে, ন্যায়, নীতি, শৃঙ্খলা, সততা, শ্রদ্ধা, প্রেম, পবিত্রতা, বিশ্বাস এই বিদ্যালয়ের শিক্ষার মূল ভিত্তি | শিক্ষার্থীগণ শৈশব অবস্থা হইতে আশ্রমিক পরিবেশের মধ্যে প্রথম শ্রেণি হইতে পর্যায় ক্রমে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক হিসাবে থাকার সুযোগ পাইবে |
শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনালোকে, ন্যায়, নীতি, শৃঙ্খলা, সততা, শ্রদ্ধা, প্রেম, পবিত্রতা, বিশ্বাস এই বিদ্যালয়ের শিক্ষার মূল ভিত্তি | শিক্ষার্থীগণ শৈশব অবস্থা হইতে আশ্রমিক পরিবেশের মধ্যে প্রথম শ্রেণি হইতে পর্যায় ক্রমে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক হিসাবে থাকার সুযোগ পাইবে |এবং বিদ্যালয়ে আশ্রমিক নিয়ম শৃঙ্খলার মধ্যেই শিক্ষার্থীদের থাকিতে হইবে |
প্রসঙ্গত বিদ্যালয়টি আবাসিক হইল স্থানীয় জনসাধারণের অনুরোধ এবং এলাকার শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে উপলব্ধি করিয়া অধ্যায়নের সুযোগ দেওয়া হইবে |বর্তমান পঞ্চকোট রাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠটি কাশীপুর মা সারদা মিশন দ্বারা পরিচালিত ও পঃ বঃ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত এবং রামকৃষ্ণ-বেলুড়মঠ দ্বারা উপদেষ্ঠিত |
GGPS is affliated to CBSE
Self-Directed Learning Using Technology
These are the keys to success
Having more than 10,000 books
Good teacher givs good knowledge
Prove yourself in your interest
Live green be clean & Healthy
"Safety First" is "Safety Always."
Practical way of learning