PANCHAKOTE RAJ BHAGINI NIVEDITA VIDYAPITH

Managed by: KASHIPUR MAA SARADA MISSION

Affiliated to : Ramakrishna Vivekananda Bhaba Prachar Parisad (Burdwan - Bankura - Purulia)

Advised by : BELUR MATH, HOWRAH

ESTD: 28th January, 2000

Our Profille

About Our School

রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের সহ অধক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজের কৃপাধন্য স্বামী সিদ্ধানন্দ মহারাজের ঐকান্তিক প্রচেষ্টার ও কাশীপুর রাজপরিবারের মহামান্য রাজকুমারী মাহেশ্বরী দেবী ও স্থানীয় কিছু শুভাকাঙ্খী, শিক্ষানুরাগী ব্যাক্তিদের সহযোগিতায় ২৮ শে জানুয়ারী ২০০০, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা (রিষড়া) শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মাননীয় অধ্যক্ষ পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী সমানন্দজী মহারাজ পঞ্চকোট রাজ্ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন | ইহা একটি সম্পূর্ণ স্বয়ং শাসিত বিদ্যালয় |আশ্রমিক পরিমণ্ডলের মধ্যে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মনুষত্বের বিকাশ সাধন ইহার মূল লক্ষ্য |আশ্রমিক পরিমণ্ডলের মধ্যে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মনুষত্বের বিকাশ সাধন ইহার মূল লক্ষ্য | শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনালোকে, ন্যায়, নীতি, শৃঙ্খলা, সততা, শ্রদ্ধা, প্রেম, পবিত্রতা, বিশ্বাস এই বিদ্যালয়ের শিক্ষার মূল ভিত্তি | শিক্ষার্থীগণ শৈশব অবস্থা হইতে আশ্রমিক পরিবেশের মধ্যে প্রথম শ্রেণি হইতে পর্যায় ক্রমে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক হিসাবে থাকার সুযোগ পাইবে |

শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবনালোকে, ন্যায়, নীতি, শৃঙ্খলা, সততা, শ্রদ্ধা, প্রেম, পবিত্রতা, বিশ্বাস এই বিদ্যালয়ের শিক্ষার মূল ভিত্তি | শিক্ষার্থীগণ শৈশব অবস্থা হইতে আশ্রমিক পরিবেশের মধ্যে প্রথম শ্রেণি হইতে পর্যায় ক্রমে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক হিসাবে থাকার সুযোগ পাইবে |এবং বিদ্যালয়ে আশ্রমিক নিয়ম শৃঙ্খলার মধ্যেই শিক্ষার্থীদের থাকিতে হইবে |

প্রসঙ্গত বিদ্যালয়টি আবাসিক হইল স্থানীয় জনসাধারণের অনুরোধ এবং এলাকার শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে উপলব্ধি করিয়া অধ্যায়নের সুযোগ দেওয়া হইবে |বর্তমান পঞ্চকোট রাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠটি কাশীপুর মা সারদা মিশন দ্বারা পরিচালিত ও পঃ বঃ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত এবং রামকৃষ্ণ-বেলুড়মঠ দ্বারা উপদেষ্ঠিত |

GLOBAL EDUCATION

GGPS is affliated to CBSE

SMART CLASSROOM

Self-Directed Learning Using Technology

DISCIPLINE & DECORUM

These are the keys to success

KNOWLEDGEFULL LIBRARY

Having more than 10,000 books

HIGHLY QUALIFIED TEACHERS

Good teacher givs good knowledge

GLOBAL COMPETITION

Prove yourself in your interest

CLEAN & GREEN ENVIRONMENT

Live green be clean & Healthy

FIRST AID ROOM

"Safety First" is "Safety Always."

EDUCATIONAL ACTIVITIES

Practical way of learning