Rules Regarding Issue Of School Leaving Certificate & Refund Of Caution Fee Deposit Of Student.
ছাত্রাবাস পরিচালনাঃ - অভিজ্ঞ শিক্ষক / শিক্ষিকা মন্ডলী দ্বারা প্রথম শ্রেণি হইতে দশম শ্রেণি পর্যন্ত আশ্রমের নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকিয়া অধ্যয়ণাদি করিতে হইবে । দৈনন্দিন অধ্যয়ণ শিক্ষকগণ সকাল - সন্ধ্যা ছাত্র - ছাত্রীদের সহযােগীতা করেন ।
স্বাস্থ্যঃ - ছাত্র - ছাত্রীদের সুস্বাস্থ্য বজায় রাখা ও দৈহিক বিকাশের লক্ষ্যে প্রত্যহ সকালে নিয়মিত শরীরচর্চা এবং বৈকালে খেলাধুলার ব্যবস্থা রহিয়াছে । আশ্রমের প্রতিটি ছাত্র - ছাত্রীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা হয় । প্রতি একমাস অন্তর প্রতিটি ছাত্র - ছাত্রীর ওজন পরীক্ষা করা হয় । আশ্রম পরিচালিত চিকিৎসা বিভাগে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকিবে ।
সমাজসেবা ও সংহতিবােধের উন্মেষ - অশ্রমের প্রাত্যহিক কর্মসূচীর মাধ্যমে ছাত্র / ছাত্রীদের মধ্যে পারস্পরিক সহাবস্থান ও সহযােগিতার বাতাবরণ গড়িয়া তােলার প্রয়াস থাকিবে । সমত্ববােধের ও বিকাশের লক্ষ্যে একই পােশাক , একই খাদ্য এবং একইসাথে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্নতার কাজে যােগ দিতে হইবে ।
সাংস্কৃতিক দিকঃ - আশ্রমে ছাত্র / ছাত্রীদের নিয়মিত অধ্যয়ণ ও শরীর চর্চার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আবৃত্তি , নাটক , গান , গল্প , আসন , চিত্রাঙ্কন , বক্তৃতা প্রভৃতির শিক্ষার ব্যবস্থা রয়েছে । বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতার আয়ােজন সহ পুরস্কার প্রদানের মাধ্যমে প্রতিটি ছাত্র / ছাত্রীকে উক্ত বিষয়ে উৎসাহী করিয়া তুলিবার ব্যবস্থা রহিয়াছে । বৎসরান্ত আবাসিক ও অনাবাসিক ছাত্র / ছাত্রীদের সারা বৎসরের শিক্ষা ও আচরণের মাপকাঠিতে পুরস্কৃত করা হইবে ।
ছাত্রাবাসে ভর্তির প্রসঙ্গে : প্রতি অক্টবর / নভেম্বর মাস হয়ত ফর্ম ও প্রস্পেক্টরস অফিস হইতে সংগ্রহ করা যাইবে |ভর্তি পরীক্ষার ভিত্তিতে আশ্রমে নির্দিষ্ট সংখ্যক ছাত্র- ছাত্রী ভর্তি করা হইবে |আশ্রমের নীতি , আদর্শ ও নিয়মাবলী ছাত্র- ছাত্রী ও অভিভাবকগণ অবশই মানিয়া চলিবেন
আধ্যাত্তিক ও নৈতিক বিকাশঃ - ভারতীয় সংস্কৃতিতে ছাত্র - ছাত্রীদের শ্রদ্ধা বৃদ্ধির জন্য ধর্মগ্রন্থ ও মহাপুরুষদের জীবনী সম্পর্কে আলােকপাত করা হয় এবং যােগ , প্রাণায়াম এবং বিভিন্ন যােগাসন - এর মাধ্যমে তাহাদের নৈতিক বিকাশ ঘটানাে হয় ।
জয় ধ্বনিঃ - আহারান্তে জয়ধ্বনিঃ জয় গুরু মহারাজজী কি জয় জয় মহা মাঈ কী জয় । জয় স্বামীজী মহারাজজী কী জয় । জয় গঙ্গা মাঈ কী জয় । জয় মা কল্যানেশ্বরী কী জয় । জয় মা ভুবনেশ্বরী কী জয় । জয় মা অন্নপূর্ণা মাঈ কী জয় ।