PANCHAKOTE RAJ BHAGINI NIVEDITA VIDYAPITH

Managed by: KASHIPUR MAA SARADA MISSION

Affiliated to : Ramakrishna Vivekananda Bhaba Prachar Parisad (Burdwan - Bankura - Purulia)

Advised by : BELUR MATH, HOWRAH

ESTD: 28th January, 2000

Rules Of Our School

বিদ্যালয় পরিচালনা প্রসঙ্গে :-

Rules Regarding Issue Of School Leaving Certificate & Refund Of Caution Fee Deposit Of Student.

  • বিদ্যালয়ের নির্ধারিত পােশাকেই শিক্ষার্থীদের আসিতে হইবে ।
  • প্রাক - প্রাথমিক ( Nursery ) বিভাগের শিক্ষার্থীর অভিভাবক শিক্ষার্থীদের সাথে লইয়া আসিবেন এবং ছুটির পর লইয়া যাইবেন ।
  • প্রতিদিন বিদ্যালয় বসিবার পূর্বে সমবেত প্রার্থনায় প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতি আবশ্যক ।
  • পাঠন চলাকালীন বিশেষ প্রয়ােজন ছাড়া অভিভাবক । অভিভাবিকাগণ শিক্ষার্থীদের সহিত প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া । সাক্ষাৎ করিতে পারিবেন না ।
  • উপযুক্ত এবং সন্তোষজনক কারণ ছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিত হওয়া চলিবে না ।
  • শিক্ষার্থীদের নিয়মিত পাঠভ্যাস এবং বিদ্যালয় কর্তৃক দেয় অনুশীলন । ( Homo Task ) এর প্রতি অভিভাবকগণ বিশেষ ভাবে নজর রাখিবেন এবং যত্নবান হইবেন ।
  • বৎসরান্তে সুবিধামতাে এক বার উচ্চতর শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমনের ব্যবস্থা থাকিবে এবং এর ব্যয় ভার অভিভাবকগণ বহন করিবেন ।
  • বিদ্যালয় নির্ধারিত শুল্ক ( Fee ) প্রতি ইংরাজী মাসের 5 - 10 তারিখের মধ্যে জমা করিতে হইবে । উক্ত তারিখের মধ্যে জমা না দিলে অনাবাসিকদের জন্য Late Feeবাবদ 10 . ০০ টাকা এবং আবাসিকদের জন্য 50 . 00 টাকা দিতে হবে ।
  • বিদ্যালয় সম্পর্কিত বিষয়ে অভিভাবকগণের কোন প্রকার বক্তব্য বা পরামর্শ থাকিলে তিনি প্রধান শিক্ষক এর সাথে যােগাযােগ করিবেন এবং লিখিত ভাবে জানাইবেন ।
  • আশ্রমিক পরিমন্ডলে বিদ্যালয়ের সুস্থ পরিচালনায় অভিভাবকগণ অবশ্যই সহযােগী হইবেন ।