PANCHAKOTE RAJ BHAGINI NIVEDITA VIDYAPITH

Managed by: KASHIPUR MAA SARADA MISSION

Affiliated to : Ramakrishna Vivekananda Bhaba Prachar Parisad (Burdwan - Bankura - Purulia)

Advised by : BELUR MATH, HOWRAH

ESTD: 28th January, 2000

Rules Of Our School

বিদ্যাপীঠের অভিভাবক/ অভিভাবিকাদের প্রতি

Rules Regarding Issue Of School Leaving Certificate & Refund Of Caution Fee Deposit Of Student.

  • বিদ্যাপীঠ নির্ধারিত সময়ের মধ্যেই ছেলে - মেয়েদের বিদ্যালয় করাইতে হবে । বিশেষ করে স্মরণে রাখিতে হইবে ছেলেকে অবশ্যই প্রার্থনায় উপস্থিত হইতে পারে ।
  • বিদ্যালয়ে প্রার্থনার পর ছেলে - মেয়েদের ( ছাত্র - ছাত্রীদের ) প্রস করানাে যাইবে না । কোন বিশেষ কারণের জন্য দেরি হইলে a শিক্ষকের অনুমতি পাইলে প্রবেশ করানাে যাইবে ।
  • নির্ধারিত পােশাকে বিদ্যালয়ে পাঠাইতে হইবে ।
  • বিদ্যালয়ের প্রাত্যহিক বিষয়সূচী অনুসারে তাহাদের বই , খাতাপত্র ও পড়াশুনার জন্য প্রয়ােজনীয় সামগ্রী অবশ্যই দিয়া পাঠাইতে হইবে ।
  • ছেলে - মেয়েরা যাহাতে পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত বিদ্যালয়ে আসেসেবিষয়ে অবশ্যই অভিভাবক / অভিভকিগণ সজাগ থাকিবেন ।
  • পাঠনের কাজ অর্থাৎ শ্রেণিকক্ষের কাজ ও বাড়ীর কাজঠিকমতােকরছে কি না বা ঠিকভাবে শিখতে পারছে কি না সে বিষয়ে গুরুত্ব দিতে হইবে এবং বিদ্যাপীঠের শিক্ষক - শিক্ষিকাদের সহিত পরামর্শও যােগাযােগ রাখিতে হইবে ।
  • বিদ্যাপীঠের যে কোন সম্পদ ছাত্র - ছাত্রীদের দ্বারা নষ্ট হলে তার ক্ষতিপূরণঅভিভাবক - অভিভাবিকাদের বহন করিতে হইবে ।
  • বিদ্যাপীঠের ছাত্রছাত্রীর ছেলে - মেয়েদের ) নিকট কোন ভাবেই মোবাইল , গানশেনার , ক্যামেরা , হাত ঘড়ি , ছুরি , কাঁচি , ব্লেউ , সেন্ট , টাকা - পয়সা , সােনা রূপার চেন , আংটি প্রভৃতি বস্তু তাদের নিকট যাহাতেনা থাকে সেবিষযেঅবশ্যই অভিভাবক - অভিভাবিকাদের নজর রাখিতে হইবে ।
  • যে কোন কারণের জন্য ছেলে - মেয়েরা বিদ্যাপীঠেঅনুপস্থিত হইলে তাহা অবশ্যই লিখিতভাবে জানাইতে হইবে ।
  • বিদ্যাপীতের যে কোন আচার অনুষ্ঠান অবশ্যই ছেলে - মেয়েদের পাঠাইতে হইবে ।
  • প্রতিটি অভিভাব ময়েদের পঠন - পাঠনের মূল্যায়ণে সঠিকভারে উন্নতি না হইলে সে বিষয়ে শিক্ষক - শিক্ষিকাদের নিকট অভিমত জানাইতে হইবে । অভিভাবক - অভিভাবিকাদের বিদ্যাপীঠে অবশ্যই রুচি সম্পন্ন এক পরিয়া আসিতে হইবে এবং কোনরূপ নেশা জাতীয় দ্রব্য সেবনপূর্বক বিদ্যালয়ে প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ । হাফ - প্যান্ট , লঙ্গি , বারমন্ডা , গেঞ্জি , গামছা এই জাতীয় পােশাক পারিয়া আসিলে বিদ্যাপীঠে প্রবেশ করা যাইবে না ।
  • বিদ্যাপীঠের উন্নয়ণ কল্পে যে কোন মতামত অভিভাবক অভিভাবিকাগণ জানাইতে পারিবেন ।
  • ছেলে - মেয়েদের পঠন - পাঠনের ব্যাপারে কোনরূপ অসুবিধা হলে তা । অবশ্যই বিষয় উল্লেখ করিয়া অফিসে জানাইতে পারিবেন ।
  • বিদ্যাপীঠে প্রার্থনা ঘন্টা পড়ার সাথে সাথে বিদ্যালয় চত্বরে কোন অভিভাবক - অভিভাবিকাদের থাকা চলিবে না । কেবলমাত্র অফিস সংক্রান্ত কাজ করিতে পারিবেন ।
  • ছেলে - মেয়েদের মাসিক শুল্ক প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে জমা দিতে হইবে । নতুবা ধার্য করা অতিরিক্ত শুল্ক প্রতিমাসেই লাগিবে ।
  • বিদ্যালয়ে যাতায়াত ছেলে - মেয়েদের ( ছাত্র - ছাত্রীদের ) বাড়ি থেকে আসার সময়েই টিফিন দিয়ে পাঠাইবেন । পরে শ্রেণি কক্ষে গিয়া টিফিন দেওয়া যাইবে না ।
  • বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকাদের বা যে কোন কর্মীর বিষয়ে কিছু বলার বা জানার থাকিলে সরাসরি তাদের বলা যাইবে না । এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যােগাযােগ করিতে অনুরােধ জানাই ।