PANCHAKOTE RAJ BHAGINI NIVEDITA VIDYAPITH

Managed by: KASHIPUR MAA SARADA MISSION

Affiliated to : Ramakrishna Vivekananda Bhaba Prachar Parisad (Burdwan - Bankura - Purulia)

Advised by : BELUR MATH, HOWRAH

ESTD: 28th January, 2000

Rules Of Our School

ছাত্রাবাস সম্পর্কিত নিয়মাবলী :-

Rules Regarding Issue Of School Leaving Certificate & Refund Of Caution Fee Deposit Of Student.

  • ছাত্র / ছাত্রীকে প্রথম কে প্রথমে মাত্র এক বৎসরের জন্য রাখা হইবে । ছাত্র / ছাত্রীর গের প্রতি মনােযােগ বা আগ্রহ , অাশ্রমিক নিয়ম শৃঙ্খলা পালন মুল্যায়ণ সাপেক্ষে পরবর্তী বৎসরের জন্য থাকিবার সুযােগ পাইবে ।
  • ছাত্র / ছাত্রীর আচরণ আos পাইবে । জীর আচরণ অথবা অভিভাবকের শৃঙ্খলাবােধ আশ্রমমাচিত না সুইলে বৎসরের যে কোন সময় ছাত্র / ছাত্রীকে বিদ্যালয় হইতে বহিস্কার করা হইবে ।
  • প্রতি বৎসর ভর্তি পরীক্ষার মাধ্যমে নবাগত ছাত্র - ছাত্রীদের ছাত্রাবাসে স্থান দেওয়া হইবে ।
  • প্রতি মাসের ১ তারিখ হইতে ১০ তারিখের মধ্যে ছাত্রাবাসের মাসিক শুল্ক জমা দিতে হইবে । ১০ তারিখের পর প্রতি মাসের জন্য অতিরিক্ত ৫০ টাকা হিসাবে জরিমানা ( লেট ফি ) দিতে হইবে ।
  • আবাসিক শুল্ক প্রতি বৎসরের দ্রব্যমূল্য অনুযায়ী নির্ধারিত হইবে ।
  • পরবর্তী শিক্ষাবর্ষে ছাত্রাবাস হইতে ছাত্র / ছাত্রীকে লইয়া যাইতে চাহিলে ৩০শে নভেম্বরের মধ্যে পরিচালন মন্ডলীর সম্পাদকের নিকট আবেদন করিতে হইবে । ইহা ছাড়া সেসন চলাকালীন ছাত্র / ছাত্রীকে লইয়া যাইতে চাহিলে উক্ত সেসনের অবশিষ্ট মাসের জন্য মাসিক ৫০০ / - টাকা হিসাবে ক্ষতিপূরণ দিতে হইবে ।
  • কেবলমাত্র রবিবার নির্দিষ্ট সময়ের মধ্যে অভিভাবকগণ ছাত্র - ছাত্রীর সহিত সাক্ষাৎ করিবেন ।
  • ছাত্র - ছাত্রী দিগকে স্বাস্থ্যানকল খাদ্য প্রদান করা হইবে । অভিভাবকগণ অতিরিক্ত খাবার ছাত্র / ছাত্রীদের সরবরাহ করিবেন না । আশ্রম কর্তৃক পরিবেশিত খাদ্যই প্রত্যেককে গ্রহন করিতে হইবে । অসুস্থতা ব্যতীত কাহারও জন্য বিশেষ খাদ্যের ব্যবস্থা থাকিবে না । চিকিৎসক নির্দেশিত বিশেষ পথ্যের ব্যয়ভার অভিভাবকগণ বহন করিবেন । ।